মুহম্মদ এনামুল হকের কবিতা সংকলন কোনটি?

A সঞ্চিতা

B নির্বাচিত কবিতা

C আবাহন

D ঝর্ণাধারা

Solution

Correct Answer: Option D

ড. মুহম্মদ এনামুল হক (২০ সেপ্টেম্বর ১৯০২ - ১৬ ফেব্রুয়ারি ১৯৮২) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, ভাষাবিদ ও সাহিত্যিক। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি থানার বখতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯২৯ হতে ১৯৩৪ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়ে এনামুল হক অধ্যাপক  সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের অধীনে গবেষণা করেন। 
তাঁর গবেষণার বিষয়বস্ত্ত ছিল ‘History of Sufism in Bengal’। ১৯৩৫ সালে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২) একাডেমীর প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
 
তাঁর প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো:
 - আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য (গবেষণামূলক, আব্দুল করিম সাহিত্যবিশারদের সঙ্গে যৌথভাবে রচিত), ১৯৩৫; 
 - বঙ্গে সূফীপ্রভাব (গবেষণামূলক), ১৯৩৫; 
 - বাঙলা ভাষার সংস্কার (ভাষাতত্ত্বমূলক), ১৯৪৪; 
 - মুসলিম বাঙলা সাহিত্য (গবেষণামূলক), ১৯৫৭; 
 - ভ্রমণকািহিনী (বুলগেরিয়ার ভ্রমণ), ১৯৭৮
 - গীতি সংকলন ( আবাহন), ১৯২০-২১
 - কবিতা সংকলন (ঝর্ণাধারা), ১৯২৮
 - A History of Sufism in Bengal, ১৯৭৬; 
 - Perso-Arabic Elemants in Bengali (with GM Hilali), ১৯৬৭; 
 
এছাড়াও
 এতদ্ব্যতীত তিনি Abdul Karim Shahityavisharad Commemoration Volume (১৯৭২) ও Dr. Md. Shahidullah Felicitation (১৯৬৬) গ্রন্থদ্বয় সম্পাদনা করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions