'দুনিয়া আর চাই না' উপন্যাসের রচয়িতার নাম কী?

A সৈয়দ মুজতবা আলী

B কাজী আবদুল ওদুদ

C নজিবর রহমান

D রোকেয়া সাখাওয়াৎ হোসেন

Solution

Correct Answer: Option C

'দুনিয়া আর চাই না' উপন্যাসটি বাঙ্গালী ঔপন্যাসিক মোহাম্মদ নজিবর রহমান দ্বারা রচিত।

তাঁর অন্যান্য উপন্যাস:
- দুনিয়া আর চাই না (১৯২৪)
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমণি (১৯১৭),
- পরিণাম (১৯১৮),
- গরীবের মেয়ে (১৯২৩),
- প্রেমের সমাধি (১৯১৫),
- দুনিয়া আর চাইনা (১৯২৪) ও
- মেহেরুন্নিসা ইত্যাদি।

তার দুটি গুরুত্তপুর্ণ গ্রন্থ বিলাতী বর্জন রহস্য (১৯০৪) ও সাহিত্য প্রসঙ্গ (১৯০৪) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions