কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কী?

A কামারপুর

B গোপালপুর

C দরিরামপুর

D জগদীশপুর

Solution

Correct Answer: Option C

কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) জন্ম পশ্চিম বাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে । তিনি ১৯১৪ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুরে আসেন ।তার স্মৃতি বিজরিত ত্রিশালে ২০০৬ সালে তার নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions