চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?
Solution
Correct Answer: Option A
১০০ টাকায় কমে ২০ টাকা
∴ ৭৫০ " " (৭৫০×২০)/১০০
=১৫০ টাকা
৫ কেজি চালের বর্তমান মূল্য ১৫০ টাকা
১ " " " " (১৫০/৫ ) টাকা
=৩০ টাকা
২০% বৃদ্ধিতে
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ " " ৩০ টাকা হলে " (১০০×৩০ )/১২০ টাকা
=২৫ টাকা