টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?

A ৩টি

B ২টি

C ৪টি

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

১২% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০=১২) =৮৮ টাকা
 
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴     "           ১        "       "        ''  ১০০/৮৮ টাকা

১০% লাভে বিক্রয়মূল্য (১০০+১০) টাকা
                                      =১১০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴    "         ১ টাকা হলে         "          ১১০/৮৮ টাকা
∴        "    ১১০/৮৮ "         "           (১১০/১০০)×  (১০০/৮৮) টাকা
                                                =১১০/৮৮ টাকা  

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
১              "             ''            ''  '' (৫× ৮৮)/১১০ টি মার্বেল
                                                    =৪ টি মার্বেল

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions