ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী?

A পক প্রণালী

B জিব্রাল্টার প্রণালী

C মালাক্কা প্রণালী

D হরমুজ প্রণালী

Solution

Correct Answer: Option A

ভারতীয় রাজ্য তামিলনাডু ও দ্বীপরাষ্ট্রই শ্রীলঙ্কাকে পৃথককারী একটি সামুদ্রিক প্রণালী হল পক প্রণালী । এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে সংযুক্ত করেছে । আবার এটি ভারত মহাসাগর ও আরব সাগর কে সংযোগকারী প্রনালী ।আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রালটার প্রনালী । মালাক্কা প্রণালী পৃথক করেছে সুমাত্রা ও মালয়েশিয়াকে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions