কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য?
A লালবাগ কেল্লা
B জাতীয় সংসদ ভবন
C আঙ্গিনা মসজিদ
D কার্জন হল
Solution
Correct Answer: Option D
ব্রিটিশ আমলের স্থাপত্য কার্জন হল ।ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নামানুসারে এ ভবনটি টাউন হল হিসেবে নির্মিত হয়েছিল .১৯০৪ সালে লর্ড কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে এটি ঢাকা কলেজ ভবন হিসেবে ব্যবহৃত হতে থাকে ।