Solution
Correct Answer: Option C
• মাইটোকন্ড্রিয়া এক প্রকার কোষীয় অঙ্গানু, যা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়।
• মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়।
• মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গানু। শ্বসনের মাধ্যেমে শক্তি উৎপন্ন করে।
• মাইটোকন্ড্রিয়া ৭৩% প্রোটিন, ২৫-৩০% লিপিড, সামান্য পরিমাণে RNA, DNA, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে।
• আদিকোষ (যেমন- ব্যাকটেরিয়া) -এ এটি অনুপস্থিত।