মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন ?

A ৭০%

B ৭২%

C ৭৩%

D ৮০%

Solution

Correct Answer: Option C

• মাইটোকন্ড্রিয়া এক প্রকার কোষীয় অঙ্গানু, যা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়।
• মাই‌টোক‌ন্ড্রিয়াকে কোষের শ‌ক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। 
• মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গানু। শ্বসনের মাধ্যেমে শক্তি উৎপন্ন করে। 
• মাইটোকন্ড্রিয়া ৭৩% প্রোটিন, ২৫-৩০% লিপিড, সামান্য পরিমাণে RNA, DNA, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে।
• আদিকোষ (যেমন- ব্যাকটেরিয়া) -এ এটি অনুপস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions