লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি ?
A শৈবাল
B ছত্রাক
C ব্যাকটেরিয়া
D সপুষ্পক উদ্ভিদ
Solution
Correct Answer: Option C
✔ ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২ - ৫ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে।
✔ এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে ।
✔ ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক ।
✔ কোষে 70s রাইবোজোম থাকে
✔ কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না ।