নিচের কোন জন 'শিশু সাহিত্যিক' হিসেবে সমাদৃত ?

A জহির রায়হান

B মুনীর চৌধুরী

C হাবিবুর রহমান

D শহীদুল্লা কায়সার

Solution

Correct Answer: Option C

হাবীবুর রহমান একজন বাংলাদেশি সাংবাদিক, কবি এবং শিশুসাহিত্যিক।
 - তিনি একটি কাব্যগ্রন্থ, একটি সম্পাদনা, নয়টি শিশুসাহিত্য এবং চারটি অনুবাদ গ্রন্থ রচনা করেন।
 - শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

✔ তাঁর রচিত শিশুসাহিত্য:
   - আগডুম-বাগডুম (প্রথম ও দ্বিতীয় খণ্ড, ১৯৬২),
   - সাগর পারের রূপকথা (১৯৬২),
   - বিজন বনের রাজকন্যা (১৯৬১),
   - লেজ দিয়ে যায় চেনা (১৯৬৩),
   - বনে বাদাড়ে (১৯৬৩),
   - পুতুলের মিউজিয়াম (১৯৬৩),
   - গল্পের ফুলঝুরি (১৯৬৩),
   - হীরা মতি পান্না (১৯৬৭),
   - বনমোরগের বাসা (১৯৭৫) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions