নিচের কোন জন 'শিশু সাহিত্যিক' হিসেবে সমাদৃত ?
Solution
Correct Answer: Option C
হাবীবুর রহমান একজন বাংলাদেশি সাংবাদিক, কবি এবং শিশুসাহিত্যিক।
- তিনি একটি কাব্যগ্রন্থ, একটি সম্পাদনা, নয়টি শিশুসাহিত্য এবং চারটি অনুবাদ গ্রন্থ রচনা করেন।
- শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
✔ তাঁর রচিত শিশুসাহিত্য:
- আগডুম-বাগডুম (প্রথম ও দ্বিতীয় খণ্ড, ১৯৬২),
- সাগর পারের রূপকথা (১৯৬২),
- বিজন বনের রাজকন্যা (১৯৬১),
- লেজ দিয়ে যায় চেনা (১৯৬৩),
- বনে বাদাড়ে (১৯৬৩),
- পুতুলের মিউজিয়াম (১৯৬৩),
- গল্পের ফুলঝুরি (১৯৬৩),
- হীরা মতি পান্না (১৯৬৭),
- বনমোরগের বাসা (১৯৭৫) ইত্যাদি।