নিচের কোনটি বিসর্গ সন্ধিসাধিত শব্দ নয়?
A দুস্থ
B নিশ্চয়
C শঙ্কা
D শিরশ্ছেদ
Solution
Correct Answer: Option C
- ‘শঙ্কা’ হচ্ছে ব্যঞ্জন সন্ধিসাধিত শব্দ
- সন্ধি-বিচ্ছেদ: শম্ + কা = শঙ্কা।
- বিসর্গ সন্ধির নিয়মে গঠিত শব্দ হলো:
দুঃ + থ = দুস্থ।
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
নিঃ + চয় = নিশ্চয়।