কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে ?

A আমিষ

B শর্করা

C স্নেহ

D ভিটামিন

Solution

Correct Answer: Option C

চর্বি একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান ।
- কার্বন ,হাইড্রোজেন ,অক্সিজেন দিয়ে তৈরি স্নেহ জাতীয় খাদ্যের মুখ্য কাজ তাপ উৎপাদন করা। 
- এই উপাদানটি পাকস্থলিতে অনেকক্ষণ থাকে, তাই ক্ষুধা লাগে না । 
- দেহের ত্বকের নিচে চর্বি জমা থাকে।
- পিত্তরস স্নেহ জাতীয় খাবার পরিপাক করে থাকে।
- স্নেহ পদার্থ রেটিনোয়িক এসিড ভিটামিনটির শোষণে সাহায্য করে
- চর্মরোগ, একজিমা ইত্যাদি দেখা স্নেহের অভাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions