‘ষাট গম্বুজ’ মসজিদটি নির্মাণ করেন-
A হয়রত আমানত শাহ
B বায়েজীদ বোস্তামী
C পীর খান জাহান আলী
D সুফী শাহ মখদুম
Solution
Correct Answer: Option C
বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ প্রাক- মোঘল বা সুলতানি আমলে নির্মিত। পীর খান জাহান আলী পঞ্চদশ শতকে মসজিদটি নির্মাণ করেন। ষাট গম্বুজ মসজিদে মোট গম্বুজ রয়েছে ৮১ টি। ইউনেস্কো ১৯৮৫ সালে ষাট গম্বুজ মসজিদকে ৩২১তম বিশ্বঐতিহ্য ঘোষণা করে।