ইনসোমনিয়া কি ধরনের অসুখ ?
A নিদ্রাহীনতার রোগ
B স্নায়ু রোগ
C চোখের রোগ
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
- ইনসোমনিয়া হচ্ছে অনিন্দ্রাজনিত রোগ বা এক ধরনের Sleep disorder.
- একজন পূর্ণ বয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষ দিনের মধ্যে গড়ে প্রায় ৭-৮ ঘণ্টা ঘুমায়।
- কিন্তু ইনসোমনিয়াতে আক্রান্ত হলে ঘুমের পরিমাণ কমে যায়।