A হৃৎপিণ্ডে অলিন্দের অবস্থান উপরে
B হৃৎপিণ্ডে নিলয়ের অবস্থান নিচে
C হৃৎপিণ্ডে ২টি করে অলিন্দ ও নিলয় আছে
D উপরের সবগুলো
Solution
Correct Answer: Option D
মানুষের হৃদপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, ডান দিকে উপরে ডান অলিন্দ, নিচে ডান নিলয়, বাম দিকে উপরে বাম অলিন্দ এবং নিচে বাম নিলয়। ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ট্রাইকাসপিড কপাটিকা থাকে এবং বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে বাইকাসপিড কপাটিকা থাকে।