কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে- 

A শ্বেতকণিকায় 

B লোহিত কণিকায় 

C রক্তরসে 

D কোনোটাতেই না 

Solution

Correct Answer: Option C

কেঁচো অ্যানেলিডা পর্বের স্বাধীনজীবী প্রানি।দেহ পাতলা কিউটিকল এর আবরণ দিয়ে ঢাকা থাকে। এদের চলন অঙ্গ সিটা বা প্যারাপোডিয়া। ত্বকের সাহায্যে স্বাসকার্য চালায়। কেঁচোর রক্তরসে হিমোগ্লোবিন থাকে। এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ ও রক্তবহনতন্ত্র বদ্ধ ধরনের।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions