Solution
Correct Answer: Option D
বাংলাদেশের বৃহত্তম হাওড় হাকালুকি হাওড়। হাকালুকি সিলেট ও মৌলভীবাজার জেলায় বিস্তৃত। হাওড়টির আয়তন ২৪,২৯২ হেক্টর। বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল। এবং বৃহত্তম বাওর হল বাহাদুরপুর (৮ হেক্টর) অথবা পোরাপারা বাওর (৭৩ হেক্টর, ঝিনাইদহ) যশোর।