প্রবল জোয়ারের কারণ, এ সময়-
A চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
B পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
C সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে
D সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
Solution
Correct Answer: Option C
চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের পানি প্রত্যহ নিয়মিত স্থানবিশেষে ফুলে উঠে এবং অন্যত্র নেমে যায়। পানির এই ফুলে উঠাকে জোয়ার বলে। প্রবল জোয়ারের কারণ হলো যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে । এই সময় চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের জন্য জোয়ারের পানি খুব বেশি ফুলে উঠে।