কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-
A ভিটামিন এ
B ভিটামিন সি
C ক্যালসিয়াম
D লৌহ
Solution
Correct Answer: Option D
কচুশাকে বিশেষভাবে মূল্যবান যে উপাদান রয়েছে তা হলো লৌহ। লৌহ রক্তের একটি প্রধান উপাদান। লৌহের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা।