কত সালে সালে জেনেটিক কোড এর সম্পূর্ণ অর্থ উদ্ধার হয়?

A ১৯৬১

B ১৯৬৫

C ১৯৬৬

D ১৯৮৪

Solution

Correct Answer: Option C

- নিউক্লিওটাইড বা নাইট্রোজেন বেসের যে গ্রুপ কোন অ্যামিনো এসিড এর সংকেত গঠন করে তাকে বংশগতি ও সংকেত বা জেনেটিক কোড বলে।
- কোড অর্থ গোপন সংকেত বা গোপন বার্তা। জেনেটিক কোডের মূল একক হল কোডন যা তিন অক্ষর বিশিষ্ট এর ভাষা সর্বদা একমুখী।
- এক কথায় বলা যায় যে, “জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় জেনেটিক কোড”।
- ১৯৬৬ সালে জেনেটিক কোড এর সম্পূর্ণ অর্থ উদ্ধার হয় এবং এর জন্য নিরেনবার্গ ও হরগোবিন্দ খোরানা ১৯৬৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন ।
- হরগোবিন্দ খোরানা কৃত্তিম জীন আবিষ্কার করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions