জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এর কাঙ্ক্ষিত অংশ যেসকল জীব বা উদ্ভিদে স্থানান্তরিত করা হয় তাদেরকে কি বলে?

A ট্রান্সজেনিক

B জেনেটিক্যালি অর্গানাইজড

C ট্রান্সফরমিক

D ফর্মড অরগান

Solution

Correct Answer: Option A

- জীন প্রকৌশল জৈব প্রযুক্তির একটি শাখা। একটি কোষ থেকে কোন সুনির্দিষ্ট জীন নিয়ে অন্য কোযে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতাকে জীন প্রকৌশল বলে।
- অন্যভাবে বলা যায়, নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোন জীবের DNA-তে পরিবর্তন ঘটানোকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে।
- এ ধরনের জীবকে বলা হয় GMO (Genetically modified organism) , GE (Genetically Engineered) বা, ট্রান্সজেনিক (Transgenic)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions