বাংলাদেশ কবে অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?

A ১৯৭৪ সালে

B ১৯৮০ সালে

C ১৯৭২ সালে

D ১৯৭৫ সালে

Solution

Correct Answer: Option B

বাংলাদেশ ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে । ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ থাকলেও মার্কিন প্রভাবিত দেশগুলো মস্কো অলিম্পিক বর্জন করায় বাংলাদেশ ১৯৮৪ সালে লস এঞ্জেলস অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে ।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভঃ
১) IMF – ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
২) Commonwealth – ১৮ এপ্রিল ১৯৭২
৩) WHO – ১৭ মে ১৯৭২
৪) ILO – ২২ জুন ১৯৭২
৫) IBRD (World Bank) – ১৭ আগস্ট ১৯৭২
৬) UNO - ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
৭) UNESCO – ২৭ অক্টোবর ১৯৭২
৮) IAEA - ১৯৭২
৯) NAM – ১৯৭২
১০) FAO – ১২ নভেম্বর ১৯৭৩
১১) OIC - ২৩ ফেব্রুয়ারী ১৯৭৪
১২) IDB - ১৯৭৪
১৩) INTERPOL – ১৪ অক্টোবর ১৯৭৬
১৪) ICC-র সহযোগী সদস্য – ২৬ জুলাই ১৯৭৭
১৫) ICC-র পূর্ণ সদস্য – ২৬ জুন ২০০০
১৬) FIFA – ১৯৭৪
১৭) IOC (Olympic) – ১৫ ফেব্রুয়ারী ১৯৮০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions