একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রানে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
Solution
Correct Answer: Option C
১০টি উইকেট পেতে মোট রান দিতে হয় ( ১৮×১০) রান
= ১৮০ "
৪টি উইকেট পেতে হলে মোট রান দিতে হয় = ( ৪×৪ ) "
= ১৬ রান
(১০+৪) = ১৪টি উইকেট পেতে মোট রান দিতে হয় ১৯৬ "
১ " " " " ১৯৬/১৪ "
= ১৪ রান