দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 11। একক স্থানীয় অঙ্কটি a হলে, সংখ্যাটি হবে -

A 10 + 11a

B 11 - a

C 110 - 9a

D 9 - 10a

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
একক স্থানীয় অঙ্ক = a

তাহলে,
দশক স্থানীয় অঙ্ক = 11 - a

∴ সংখ্যাটি = 10(11 - a) + a
= 110 - 10a + a
= 110 - 9a

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions