১৫৯৬৮ কে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ৮৯ ও ভাগশেষ ৩৭ থাকে?

A ১৯২

B ১৬৭

C ১৫৯

D ১৭৯

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
ভাজ্য = ১৫৯৬৮
ভাগশেষ = ৩৭
ভাগফল = ৮৯

আমরা জানি,
ভাজক = (ভাজ্য - ভাগশেষ)/ভাগফল
= (১৫৯৬৮ - ৩৭)/৮৯
= ১৫৯৩১/৮৯
= ১৭৯

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions