একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?

A ২৫ মিটার 

B ৩০ মিটার 

C ৪০ মিটার 

D ৪৫ মিটার 

Solution

Correct Answer: Option B

ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১ অংশ

পানিতে ও কাঁদায় আছে = (১/৫) + (২/৩) অংশ = (৩ + ১০)/১৫ অংশ = ১৩/১৫ অংশ

∴ পানির উপরে আছে = ১ - (১৩/১৫) অংশ = (১৫ - ১৩)/১৫ অংশ = ২/১৫ অংশ

প্রশ্নমতে,
২/১৫ অংশ = ৪ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৪ × (১৫/২) মিটার = ৩০ মিটার

∴ বাঁশটির দৈর্ঘ্য ৩০ মিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions