কোনো গ্রামের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫% । ঐ গ্রামে মহিলার সংখ্যা ৯০০ জন হলে, পুরুষের সংখ্যা কত?

A ১০০০ জন

B ১১০০ জন

C ১৫০০ জন

D ২০০০ জন

Solution

Correct Answer: Option B

মহিলার সংখ্যা ১০০% - ৫৫% = ৪৫%
ধরি, মোট জনসংখ্যা = ক
এখন,
ক এর ৪৫% = ৯০০
বা, ক × ৪৫/১০০ = ৯০০
∴ ক = ৯০০ × ১০০/৪৫ = ২০০০ জন
∴ পুরুষের সংখ্যা = ২০০০ - ৯০০ = ১১০০ জন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions