শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস – ক্রীতদাসের হাসি। শওকত ওসমান একজন বিখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি অসংখ্য উপন্যাস রচনা করেছেন।
উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হচ্ছেঃ
- জননী,
- ক্রীতদাসের হাসি,
- নেকড়ে অরণ্য,
- দুই সৈনিক প্রভৃতি।
তাঁর রচিত নাটকঃ
- তস্কর লস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা