কোনটি শওকত ওসমান রচিত?

A চৌচির

B সত্য-মিথ্যা

C পদ্মা-মেঘনা-যমুনা

D ক্রীতদাসের হাসি

Solution

Correct Answer: Option D

শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস – ক্রীতদাসের হাসি। শওকত ওসমান একজন বিখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি অসংখ্য উপন্যাস রচনা করেছেন। 
উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হচ্ছেঃ
- জননী, 
- ক্রীতদাসের হাসি,
- নেকড়ে অরণ্য,
- দুই সৈনিক প্রভৃতি।

তাঁর রচিত নাটকঃ 
- তস্কর লস্কর, 
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions