বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
A চর্যাপদ
B বৈষ্ণব পদাবলি
C ঐতরেয় আরণ্যক
D দোহাকোষ
Solution
Correct Answer: Option A
চর্যাপদ বাংলা ভাষার আদি বা প্রথম কবিতা সংকলন। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটি ছিল বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সংগীত। এর ভাষা নিয়ে নানা বিতর্ক বহুদিন যাবত চলমান রয়েছে।