কোন গ্রহটির নামকরন রোমান যুদ্ধদেবতার নামে হয়েছে--
Solution
Correct Answer: Option A
মঙ্গল গ্রহের নামকরণ রোমান যুদ্ধের দেবতা মার্সের নামে করা হয়েছে। গ্রহটির লালচে রঙ রোমানদের রক্ত এবং যুদ্ধের সাথে যুক্ত ছিল, যার ফলে মার্সের সাথে সংযোগ স্থাপিত হয়েছিল।
মঙ্গল গ্রহকে প্রায়শই "লাল গ্রহ" বলা হয় কারণ এর পৃষ্ঠে লোহার অক্সাইডের প্রচুর পরিমাণে উপস্থিতি রয়েছে। লোহার অক্সাইড হলো মরিচার প্রধান উপাদান, যা গ্রহটিকে লালচে ভাব দেয়।