“গুণহীন চিরদিন থাকে পরাধীন" কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option A
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
গুণহীন চিরদিন থাকে পরাধীন”- বাক্যে 'গুণহীন' কর্তৃকারকে শূন্য বিভক্তি।
কারণ, ক্রিয়াকে 'কে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'গুণহীন'।