ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ উপন্যাস – পদ্মানদীর মাঝি। এটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও নির্মিত হয়েছে।
বিখ্যাত উপন্যাসগুলো হলো -
- জননী (প্রথম প্রকাশিত),
- চিহ্ন,
- পদ্মানদীর মাঝি,
- দিবারাত্রির কাব্য,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- আরোগ্য ইত্যাদি।