রফিক একটি সংখ্যাকে ৫ দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত ৫ দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে?
Solution
Correct Answer: Option A
মনে করি, সংখ্যাটি 'ক'
∴ ভুলের পরিমাণ = ক × ৫ - ক/৫
= (২৫ক - ক)/৫
= ২৪ক/৫
৫ক এর জন্য পরিবর্তন হয়েছে = ২৪ক/৫
১ এর জন্য পরিবর্তন হয়েছে = ২৪ক/৫ × ৫ক
∴ ১০০ এর জন্য পরিবর্তন হয়েছে = (২৪ক × ১০০)/(৫ × ৫ক) = ৯৬
∴ ভুলের কারণে ফলাফল ৯৬ শতাংশ পরিবর্তিত হয়েছে।