ইকবাল একটি পরীক্ষায় ৭৫% প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় । যদি সে প্রথম ২২টির ১৮টি ও পরের ২/৩ অংশের উত্তর দেয় তবে পরীক্ষায় মোট কতটি প্রশ্ন ছিল ?
Solution
Correct Answer: Option D
মনেকরি, মোট প্রশ্ন = xটি
প্রশ্নমতে, ১৮+ ২/৩ (x - ২২) = ৭৫x/১০০
=> ১৮+ ২x/৩ - ৪৪/৩ = ৩x/৪
=> ৩x/৪ - ২x/৩ = ১৮ - ৪৪/৩
=> (৯x - ৮x)/১২ = (৫৪ - ৪৪)/৩
=> x/১২ = ১০/৩
=> x = ১২০/৩
∴ x = ৪০