ইকবাল একটি পরীক্ষায় ৭৫% প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় । যদি সে প্রথম ২২টির ১৮টি ও পরের ২/৩ অংশের উত্তর দেয় তবে পরীক্ষায় মোট কতটি প্রশ্ন ছিল ?

A ২৪

B ৩২

C ৩৬

D ৪০

Solution

Correct Answer: Option D

মনেকরি, মোট প্রশ্ন = xটি 
 প্রশ্নমতে, ১৮+ ২/৩ (x - ২২) = ৭৫x/১০০   
=> ১৮+ ২x/৩ - ৪৪/৩ = ৩x/৪ 
=> ৩x/৪ - ২x/৩ = ১৮ - ৪৪/৩   
=> (৯x - ৮x)/১২ = (৫৪ - ৪৪)/৩ 
=> x/১২ = ১০/৩ 
=> x = ১২০/৩       
∴ x = ৪০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions