রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল । এক বছর পর তিনি কত সুদ পাবেন ?

A ২০৫ টাকা

B ২৫০ টাকা

C ২২৫ টাকা

D ২৯০ টাকা

Solution

Correct Answer: Option B

২০% সুদে, ১০০ টাকার ১ বছরের সুদ ২০ টাকা 
৮০০   "      ১       "  (২০×৬০০)/১০০ = ১৬০ টাকা 

  আবার, ১৫% সুদে, ১০০ টাকার ১ বছরের সুদ ১৫ টাকা 
           ৬০০  "      ১    "   (১৫×৬০০)/১০০ = ৯০ টাকা 

   তিনি মোট সুদ পাবেন = (১৬০+৯০) টাকা = ২৫০ টাকা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions