চর্যাপদ কি ধরনের সংকলন ?

A সাধন ভজনের

B সহজিয়া

C গানের সংকলন

D কোনটি নয়

Solution

Correct Answer: Option C

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন ‘চর্যাপদ’ বা চর্যাগীতিকোষ। চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বা আদি গ্রন্থ / আদি নিদর্শন।
- ‘চর্যাপদ’ একটি গানের সংকলন।
- চর্যাপদকে বলা হয় সাধন সঙ্গীত।
- চর্যাপদে বৌদ্ধ ধর্মমতের উল্লেখ রয়েছে।
- চর্যাপদের রচনা শুরু হয়- পাল রাজবংশের আমলে।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে 'চর্যাপদ ' আবিষ্কার করেন ।
- এতে মোট পদ আছে ৫১ টি এবং পদকর্তা ২৪ জন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions