দুটি বৃত্ত একটি বিন্দুতে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্ব্যের মধ্যে দূরত্ব হবে -

A তাদের ব্যাসের যোগফল সমান

B তাদের ব্যাসার্ধের যোগফলের সমান

C বৃহত্তর বৃত্তের ব্যাসের সমান

D উপরের সবগুলো সঠিক

Solution

Correct Answer: Option B


দুটি বৃত্ত একটি বিন্দুতে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যের দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions