সম্প্রতি যুক্ত হওয়া বাংলাদেশের তৃতীয় সাবমেরিন কেবল সিমি উই-৬ কনসোর্টিইয়ামের ল্যান্ডিং ষ্টেশন কোথায় হবে ?

A বান্দরবান

B কক্সবাজার

C সিলেট

D কুয়াকাটা

Solution

Correct Answer: Option B

দক্ষিন-পূর্ব এশিয়া- মধ্যপ্রাচ্য- পশ্চিম ইউরোপ তথা SEA-ME-WE-6 নামে তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ । এর ল্যান্ডিং ষ্টেশন হবে কক্সবাজারে । প্রকল্পটির বাস্তবায়ন সময়সীমা ২০২০-২০২৪ সাল পর্যন্ত । উল্লেখ্য, বাংলাদেশ ২০০৬ সালে SEA-ME-WE-6 এবং ২০১৭ সালে SEA-ME-WE-5 কনসোর্টিয়ামে যুক্ত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions