বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ( আইএলও )- এর সদস্যপদ লাভ করে ?
A ২৩ মার্চ ১৯৭২
B ১৭ জুন ১৯৭২
C ২৩ আগস্ট ১৯৭২
D ২২ জুন ১৯৭২
Solution
Correct Answer: Option D
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ১৯ এপ্রিল ১৯১৯ প্রতিষ্ঠিত হয় । আইএলও- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনভাতে অবস্থিত । বাংলাদেশ ২২ জুন ১৯৭২ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে ।