Solution
Correct Answer: Option B
যে স্থানে অস্ত্র বা গোলাবারুদ তৈরি, মেরামত বা জমা রাখা হয় সেই স্থানকে Arsenal বলে । বিমান উড্ডয়ন এবং অবতরণের জন্য যে সমতল রাস্তা ব্যবহার করে তাকে Runway বলে । Aerodrome এর অর্থ বিমানঘাঁটি । Hangar হলো একটি বদ্ধ বিল্ডিং কাঠামো যেখানে বিমান রাখা হয় ।