চর্যাপদে ভারতের কোন অঞ্চলের মানুষের জীবনচিত্র প্রাধান্য পেয়েছে?
A পূর্ব-ভারত
B পশ্চিম-ভারত
C উত্তর-ভারত
D দক্ষিণ-ভারত
Solution
Correct Answer: Option A
চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্য ভাষারও প্রাচীনতর রচনা এটি। এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদের একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। চর্যাপদে পূর্ব-ভারতের মানুষের জীবনচিত্র প্রাধান্য পেয়েছে।