নিচের কোনটি ফররুখ আহমেদের কাহিনীকাব্য?
A হাতেমতায়ী
B পাখির বাসা
C পাঞ্জেরি
D নৌফেল ও হাতেম
Solution
Correct Answer: Option A
ফররুখ আহমেদ রচিতঃ
কাহিনীকাব্য- হাতেমতায়ী;
কাব্যনাট্য - নৌফেল ও হাতেম;
সনেট সংকলন - মুহূর্তের কবিতা;
শিশুতোষ গ্রন্থ - পাখির বাসা।
তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থঃ সাত সাগরের মাঝি।