১, ২, ৩, ৪, ৫, ৬ অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে ৫০০০ ও ৬০০০ এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে।
Solution
Correct Answer: Option A
৫০০০ এবং ৬০০০ এর মধ্যবর্তী গঠিত সংখ্যা চার অংক বিশিষ্ট হবে এবং প্রথম অংকটি ৫ দ্বারা শুরু হতে হবে। এখনে মোট ৬টি ভিন্ন ভিন্ন অঙ্ক আছে। সুতরাং ৫০০০ এবং ৬০০০ এর মধ্যবর্তী সংখ্যা পেতে হলে স্থানটি ৫ স্থির রাখতে হবে। বাকি ৫ অংক হতে ৩টি অঙ্ক দ্বারা গঠিত মোট সংখ্যার নির্ণেয় সংখ্যা।
5! /(5-3)!=5!/2!= 5 × 4 × 3 =60