আমার দরখাস্তটা পড়ুন- এই বাক্যে অনুজ্ঞা কি অর্থ প্রকাশ করে?
Solution
Correct Answer: Option A
আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যত কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যেরূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।
যেমনঃ
- উপদেশঃ সত্য গোপন কর না
- অনুরোধঃ আমার কাজটি এখন কর
- আদেশ : তুমি যাও,
- প্রার্থনাঃ আমার দরখাস্তটা পড়ুন,
সোর্সঃ শীকর বাংলা