নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
A আমি সন্তুষ্ট হলাম।
B সনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা
C আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম
D বিবিধ জিনিস কিনলাম
Solution
Correct Answer: Option C
আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম > আকণ্ঠ ভোজ করলাম।
কতিপয় গুরুত্বপূর্ণ শুদ্ধ বাক্যঃ
- গীতাঞ্জলি পড়েছ কি?
- এ কথা প্রমাণিত হয়েছে।
- আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
- অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।