নাথগীতিকা 'মাণিকচন্দ্র রাজার গান' কে প্রকাশ করেন?
A শুকুর মাহমুদ
B স্যার আশুতোষ মুখোপাধ্যায়
C ড. দীনেশচন্দ্র সেন
D স্যার জর্জ গ্রীয়ার্সন
Solution
Correct Answer: Option D
মানিক চন্দ্র রাজার গান
- ১৮৭৮ সালে ভাষাবিজ্ঞানী জর্জ গ্রিয়ারসন রংপুরের কৃষকদের কাছ থেকে এই গান সংগ্রহ করেন।
- তিনি এটি 'মানিক চন্দ্র রাজার গান' নামে প্রকাশ করেন।
নাথসাহিত্য
- নাথসাহিত্য হলো নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনী ভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- নাথসাহিত্যের অন্তর্ভুক্ত অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য 'গোপীচাঁদের সন্ন্যাস'।
- এর রচয়িতা ছিলেন শুকুর মহম্মদ।