‘আব্দুল্লাহ’ উপন্যাসের লেখকের নাম-

A কাজী ইমদাদুল হক

B মীর মোশাররফ হোসেন

C ইসমাইল হোসেন সিরাজী

D মোজাম্মেল হক

Solution

Correct Answer: Option A

কাজী ইমদাদুল হকের বিখ্যাত উপন্যাস আব্দুল্লাহ। উপন্যাসটি ১৯৩২ সালে গ্রন্হাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসটির জন্য তিনি অধিক খ্যাত।
তাঁর অন্যান্য গ্রন্থ গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
- আঁখিজল,
- নবীকাহিনী,
- কামারের কাণ্ড,
- আলহামরা প্রভৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions