‘বসন্তকুমারী’ নাটক কার রচনা?

A সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

B মীর মশাররফ হোসেন

C সৈয়দ ওয়ালীউল্লাহ

D শহীদুল্লা কায়সার

Solution

Correct Answer: Option B

একটি রাজ পরিবারের করুণ পরিণতির কাহিনি অবলম্বনে রচিত মীর মশাররফ হোসেনের নাটক: ‘বসন্তকুমারী’। এটি ১৮৭৩ সালে প্রকাশিত হয়। 
তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- জমিদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়  ও
- টালা অভিনয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions