নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
Solution
Correct Answer: Option A
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। বীণাপাণি এর ব্যাসবাক্য বীণা পাণিতে যার। এখানে বীণা বা পানি কোনোটাই না বুঝিয়ে বীণা হাতে আছে যার অর্থাৎ দেবী সরস্বতীকে বোঝাচ্ছে।