নিচের কোন শব্দটি রূপক কর্মধারয় সমাসের একটি উদাহরণ?
Solution
Correct Answer: Option B
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়।
যেমন- মনমাঝি, বিষাদসিন্ধু, ক্রোধানল, প্রাণপাখি প্রভৃতি।
এখানে মনমাঝি শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় মন রূপ মাঝি, যা উপমতি উপমানের কল্পনামূলক ভাব প্রকাশ পেয়েছে।